২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৪-এ
ওসাকা’র পক্ষ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। দিবস উপলক্ষ্যে সংস্থার প্রধান কার্যালয়, ওসাকা পরিচালিত বৌটুবানী পাঠশালা ও কেরামত আলী বিশ্বাস উচ্চবিদ্যালয়ের সামনে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ব্যানার প্রদর্শন, শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি , রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি ও ওসাকা’র নির্বাহী পরিচালক মজিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস, সিনিয়র পরিচালক মোঃ মাজহারুল ইসলাম, পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক আবুল ওয়ারেসসহ ওসাকা’র সিনিয়র কর্মকর্তাবৃন্দ, বৌটুবানী পাঠশালার শিক্ষকবৃন্দ এবং বৌটুবানীর শিক্ষার্থী।