“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অদ্য ৯ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ সকাল ৯:৩০টায় পাবনা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং উন্নয়নমূলক সংস্থা ওসাকা ও অন্যান্য বেসরকারি সংস্থার সার্বিক অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩’ পালন করা হয়। দিবস উপলক্ষ্যে পাবনা জেলা প্রশাসন চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, মানববন্ধন কর্মসূচি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মুঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা জনাব মোঃ মাসুদ আলম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনা-এর উপ-পরিচালক জনাব মোঃ খায়রুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ মনোয়ার উল আজীজ ও সাধারণ সম্পাদক জনাব এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিৎ নাগসহ বিশিষ্টজন। উক্ত অনুষ্ঠানে ওসাকা’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনা এর আয়োজনে ওসাকা-বেড়া শাখা থেকে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা হয়।