সফলভাবে সম্পন্ন হলো “মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীনতা সাহিত্য উন্নয়ন শীর্ষক আলোচনা ও কবিতা পাঠ” অনুষ্ঠান। কবি মজিদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি ও চিত্রশিল্পী শ্যামল জানা (কলকাতা), প্রখ্যাত কবি ফরিদ আহমেদ দুলাল, কবি, সম্পাদক ও সংগঠক মাহমুদ কামাল, কবি ও সাংবাদিক আখতারুজ্জামান আখতার, গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, কবি সোহাগ সিদ্দিকী, কবি ও সাংবাদিক শিমুল সালাহউদ্দিন, বীর মুক্তিযোদ্ধাআব্দুল খালেক বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাজহারুল ইসলাম, কবি রেহানা সুলতানা শিল্পী, কবি সালেক শিবলু প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ওসাকা পরিচালিত বৌটুবানী পাঠশালার শিক্ষার্থীদের পরিবেশনা। ওসাকার কর্মকর্তা সুমাইয়া আঁখির পরিচালনায় শিক্ষার্থীদের কবিতা পাঠ, নৃত্য ও গান পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামসুজ্জামান প্রিন্স।
দ্বিতীয় পর্বে আগত অতিথিগণ স্বাধীনতা দিবস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তরুণ প্রজন্মদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। দিবস উপলক্ষ্যে আগত কবি সাহিত্যিকবৃন্দ, ওসাকা’র পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক সাইফুল ইসলাম কবিতা পাঠ করেন। সঞ্চালনায় ছিলেন কবি সালেক শিবলু।