ওসাকার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন
আজ ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এঁর ৬০তম শুভ জন্মদিন। জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় করে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে ওসাকা’র উদ্যোগে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওসাকার ঊর্ধতন কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসাকা পরিচালিত বৌটুবানী পাঠশালার শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এছাড়া দিবস উপলক্ষ্যে ওসাকার প্রধান কার্যালয়সহ শাখা অফিস, ওসাকা পরিচালিত বিদ্যালয়ের সামনে শহিদ শেখ রাসেল এঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করা হয়। এছাড়া সংস্থার ওয়েবসাইট, ফেসবুক পেজে দিবসের প্রচারণা করা হয়।