স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস-২০২৩’ পালন উপলক্ষ্যে বাংলাদেশ সরকার সমগ্র দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় করে ‘জাতীয় শোক দিবস-২০২৩’ উপলক্ষ্যে সরকারের সহযোগী সংস্থা হিসাবে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অর্গানাইজেশন ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা)’ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ১৫ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল, ওসাকা পরিচালিত বৌটুবানী পাঠশালা ও কেরামত আলী বিশ্বাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতার আয়োজন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচি। কবি মজিদ মাহমুদ প্রতিষ্ঠিত ওসাকা, মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার, বৌটুবানী পাঠশালা, কেরামত আলী বিশ্বাস উচ্চবিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচিসমূহ পালন করা হয়।
দিনের শুরুতেই সংস্থার প্রধান কার্যালয়, ওসাকা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর ওসাকা পরিচালিত বৌটুবানী পাঠশালায় ওসাকা’র নির্বাহী পরিচালক কবি মজিদ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস, উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম ও উপপরিচালক মোঃ আব্দুল ওয়ারেসসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়া পাবনা জেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওসাকা’র পক্ষ থেকে সংস্থার পরিচালক জনাব মোঃ মাজহারুল ইসলাম ও অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে চরগড়গড়ির চরনিকেতনে কবি মজিদ মাহমুদ-এর সভাপতিত্বে ওসাকা’র ঊর্ধতন কর্মকর্তা, ওসাকা পরিচালিত বৌটুবানী পাঠশালা’র শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা শুরু হয়। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ ই আগস্টে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শামসুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি মজিদ মাহমুদ বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বক্তব্য প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস, ওসাকার উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, সমাজ সেবক মোঃ কামরুজ্জামান বাবু। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্য দোয়া পরিচালনা করা হয়। এরপর দিবস উপলক্ষ্যে ওসাকা পরিচালিত ‘বৌটুবানী পাঠশালা’ ও ‘কেরামত আলী বিশ্বাস উচ্চ বিদ্যালয়’র শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বরাবরের মতো এবছরও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া দিবস উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালনা করা হয়। দিবস উপলক্ষ্যে ওসাকা ক্ষুদ্রঋণে কার্যভুক্ত উদ্যোক্তাদের উন্নয়নে ৭ (সাত) জন উদ্যোক্তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে ওসাকা’র সকল কর্মকর্তা-কর্মচারির কালো ব্যাজ ধারণ, প্রধান কার্যালয়সহ অন্যান্য অফিসে বঙ্গবন্ধুর স্মরণে ব্যানার প্রদর্শন, কর্ম এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, Webinar, Social Media-এর মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা অনুষ্ঠান চলমান রয়েছে।