ওসাকা’র আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক হাজার পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

১৬ এপ্রিল, ২০২২ খ্রি. তারিখ ওসাকা’র আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ওসাকা চরগড়গড়ি কার্যালয় থেকে চরগড়গড়ি গ্রামের প্রায় এক হাজার পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসাকা নির্বাহী পরিচালক কবি মজিদ মাহমুদ, পরিচালক মোঃ মাজহারুল ইসলাম, উপ-পরিচালক (কার্যক্রম) মোঃ সাইফুল ইসলাম, উপ-পরিচালক (অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমির হামজা, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল জব্বার, উর্ধ্বতন অভ্যন্তরীণ নিরীক্ষক মোঃ ইয়ারুল ইসলাম, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (মানবসম্পদ), সমৃদ্ধি সমন্বয়কারী মোঃ মিনহাজুর রহমান, শাখা ব্যবস্থাপক শেখ ফরিদ, বৌটুবানী পাঠশালার প্রধান শিক্ষক মোছাঃ রাবেয়া খাতুন, সমৃদ্ধি কর্মকর্তা ডাঃ মামুন রেজা, কর্মকর্তা মোঃ মাসুদ রানা, কর্মকর্তা সুমাইয়া আঁখি, কর্মকর্তা মোঃ হোসাইনসহ ওসাকার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বৌটুবানীর শিক্ষার্থী। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *